আজকাল
তোফায়েল আহমেদ টুটুল


আজ তোমার শত্রু যেজন
                    পরম বন্ধু হইবে সে কাল,
আজকে আছে প্রাণের মিত্র
                 কাল পাতিবে দুশমনের জাল।


ভুলের মাঝে আজ আমি
                      কাল পাব সঠিক পরিচয়,
আজকে সবাই আশেপাশে
                   কাল দেখি কেউ আপন নয়।


সবার সুখে আমার বুকে
                   হিংসার অনল জ্বালি আজ,
কাল দেখি সবাই মিলেছে
                   করতে আমার অন্তিম কাজ।


আজ যাকে আমি নিন্দা করে
                  ঘৃণা অপমানে রাখলাম দুরে,
কালকে দেখি সেই আমারে
                 কাঁধে নিল খুব যত্ন সহকারে।


আজকে সবাই আমার ভয়ে
                  মাথা নিচু করে পিছনে চলে,
কাল দেখি সে আমার জন্য
                   মোনাজাতে দুইহাত তোলে। 


আজকে আমি জীবিত আছি
                অহংকারে গৌরব করে বেড়াই,
কালকে যখন আমার মরণ হবে
               কবরে দেখি সম্পত্তি কিছু নাই।


আজকের চিন্তা ভাবনা যত তোমার
                 জমা কর কিছু কালকের জন্য,
আকজের কর্মকাণ্ড ভাল মন্দ নির্ধারণে
           কালকে বিশ্ববুকে জীবন হবে ধন্য।