অজানা অপেক্ষাতে
তোফায়েল আহমেদ টুটুল


এক পুথিবীতে বিধাতার নিকট চেয়েছি শুধু তোমাকে,
সুখেরর নদী মিলন মোহনায় এক সাগর ভালবাসা বুকে।
এক আকাশের নীচে দুজন জীবন মরণ হৃদয়ের বন্ধন,
জমির পৃষ্টে মৃত্তিকাতে পরিপাটি সাজাই মনের সিংহাসন।


একদিন হঠাৎ দখিনা হাওয়া মৃদু বয়ে মনের কপাটে এসে,
হৃদয় ছুয়ে চাওয়া পাওয়ার আশা ভালবাসার স্বপ্নে হাসে।
জানিয়ে দিল সে চুপি চুপি বসত তোমার হৃদয় আঙ্গিণাতে,
সোনালী ঊষার উদিত রবি জীবন আকাশে রাঙ্গা প্রভাতে।


তোমার পদধ্বনি শুনার তৃষ্ণায় পিপাসিত মন তৃষাতুর থাকি,
একবার এসে দেখে যাও বুকের মাঝে কেমনে যতনে রাখি।
অন্তর বিছিয়ে চলার পথে হাটবে নিত্য বলে অপেক্ষায় আমি,
বন্ধ নয়নে সর্বদা সাথেই চলি পৃথিবীর যেখানে থাকনা তুমি।