কোন গায়ের কন্যা তুমি বল নাম ঠিকানা,
লাজুক লাজুক চলন যেন লাগে বড় চেনা।
কুচ বরণ দীঘল কেশে শাসনে বাঁধা ফিতা,
আউলা মনে উদাস নয়ন খুঁজিছে যেন মিতা।


কোকিলের সুর তোলে মন ময়ুরী নাচে একা,
রিনি ঝিনি বাজে কাঁকন হাসিতে ভঙ্গি বাঁকা।
শিশিরে ভিজা চরণ পুলকিত শিহরণ বুকে,
নূপুরের ছন্দ তালে পথে এলে কোথা থেকে?


শরমে লজ্জাবতী গুটালো নিজেকে আড়ালে,
ফোটেনি চম্পাকলি হাসনা হেনা কানন ডালে।
অভিমানে গোলাপ বেলী মল্লিকা ঝরে পরে,
প্রকৃতির সমারোহে অপরুপা তোমায় হেরে।


লাগে যেন চেনা চেনা হৃদয়ের কুটিরে বাস,
তুমি আমি প্রতিবেশী মনের রাজ্যে নিবাস।
এক পলকের দৃষ্টি সীমায় দেখেছি সুখের ভূবন,
বাতায়ন খোলে দোলে অন্তরে দক্ষিন সমীরণ।