এক রাতের পূর্ণিমা
তোফায়েল আহমেদ টুটুল


একরাতে পূর্ণিমার চাঁদকে ভালবেসেছিলাম,
রুপালী জোছনার ঝলমলে আলোয় মুগ্ধ হয়ে,
অপরুপ প্রকৃতির সৌন্দর্যের মোহনায়,
স্নান করতে সাঁতার দিয়েছিলাম।।


বাঁশবাগানের আড়ালে চুপি চুপি বসেছিলাম,
আলো ছায়ার লুকোচুরি উম্মাদ খেলায় অবাক দৃষ্টি,
হৃদয়ের ব্যকুলতা বাড়িয়ে আনমনা,
মনের অজান্তে চাঁদকে স্পর্শ করেছিলাম।


অব্যক্ত কথার প্রতিধ্বনি অন্তরে শুনেছিলাম,
একি আমার এতটা কাছে এতটা আপন প্রিয়জন চাঁদ,
মধুর আলিঙ্গণে দুজন বৃন্দাবন সাজিয়ে,
যুগযুগান্ত কাল ব্যপি যার অপেক্ষায় ছিলাম।


ছলনার মায়াজালে নিজেকে আবদ্ধ করলাম,
চাঁদকে আমার চাই অনন্ত বন্ধনে জীবনের পূর্ণতায়,
ভেবে দেখেনি সেতো ভোর বেলা পালায়,
নিশি শেষে দিনের আলোয় হারালাম।।


ভালবাসা বুকে পুষে একটা স্বপ্ন সাজিয়েছিলাম,
আকাশের মেঘগুলো অঝরে বৃষ্টি হয়ে দুচোখে,
মিথ্যে আবিরে রঙ ধূসর কুয়াশার মাঝে,
তোমাকেও চাঁদের মতই জীবন থেকে হারালাম।


তন্দ্রাহারা নয়নে জাগ্রত কল্পনায় ভাসলাম,
বিরহ ব্যথাার মধুর আলিঙ্গনে স্মৃতির দহণে পুড়ে,
অতীতকে আকড়ে ভবিষৎ গিয়েছি ভুলে,
বেঁচে থাকার করুণ আর্তনাদ অবশেষে পেলাম।।