একা
তোফায়েল আহমেদ টুটুল


এসেছো জগতে তুমি একাকীত্ব হয়ে,
মোহ জালে বন্দি হলে কার পানে চেয়ে।
আপন মূলধনের পূঁজি দুহাতে কি নিয়ে,
তুষ্ট করিবে তুমি ত্যাগের মহিমা দিয়ে।


স্বার্থের ছলনায় যে ডাকল হাত বাড়িয়ে,
ভোগের নেশায় বেহুশ লক্ষ্যের বিজয়ে।
বিশ্বাস ভক্তির প্রেমে নিয়েছো জড়িয়ে,
সকালে মাথার মুকুট সন্ধ্যায় স্থান পায়ে।


তোমার সুখে আশায় কভু বাঁধেনি প্রণয়ে,
ব্যথার দোসর হতে আপনাকে বিলিয়ে।
কর্তব্যে তৎপর তুমি অধিকারে পিছিয়ে,
অজানা রথে সারথী একা মৃত্যু নিল বয়ে।।