একাকী চাঁদনী রাতে
তোফায়েল আহমেদ টুটুল


রাতের গায়ে জোনাক জ্বলে আঁধারের চাদর দিয়ে ঢাকা,
নিরব নিস্তব্ধ নিশি একাকী হতাশার জীবন কুয়াশা মাখা।
গুনিপোকার জিম ধরা শব্দ মনে হয়ে হাতের কাঁকন ধ্বনি,
শুকনো পাতার মর্মর আওয়াজ নুপুর পরা চরণ যেন হৃদয়ে শুনি।
পূর্ণিমার কিরণ বাতাসের সনে আলো আধারের লুকোচুরি খেলা,
আচমকা তাকিয়ে চারিপাশে খুঁজি পুলকিত হৃদয়ে সুখের দোলা।


চাঁদনী রাতে একলা বসে তোমার কথাই ভাবছি,
ফাগুনের বসন্ত মনে মাধুরী নিয়ে তোমাকেই খুঁজছি।
পূর্ণিমার জোৎস্নায় আলো ছায়া খেলা করে তরুলতা,
ঝরা পাতার শব্দগুলো হঠাৎ চমকে ভেঙ্গে দেয় নিরবতা।
আলোর মাঝে ছায়া দেখে ভাবছি বুঝি এসেছো তুমি,
এমনি করে রাত্রি কেটে ভোরবেলা দেখি একলা আমি।