যেমন কর্ম তেমন ফল
      প্রবাদ প্রবচন,
বেল পাকিলে কাকের কি
      বলেন গুনীজন।
পাট কাঠিকে আখ ভেবে
       চিবালে সারাক্ষণ,
ধানের বীজে সরিষা ফলে
        আকাশ কুসুম পণ।


কাকের বাসায় কোকিল ছানা
         দেখায় একি রকম,
কাকাতুয়া ময়ুরের সাজে নেচে
        মেলতে চায় পেখম।
বালুর কণা জলরাশির বাঁধে
          বৃথায় পরিশ্রম,      
তামার কলস সোনার দোকানে
         পাথর গলে নরম।


জগতে জোর যার মুল্লুক তার
          দাপট ক্ষমতার,
দুষ্ট লোকের মিষ্টি আলাপনে
          আপন স্বার্থ উদ্ধার।
ভোগ বিলাসিতা ত্যাগের দ্বারে
          প্রতিশোধ হিংসার,
চরিত্রের আবরনে খোলস পাল্টে
           জীবন প্রতারণার।


মানুষ খুনে হাত তালির বিজয়
         সফলতা অর্জন,
পাশবিক নির্যাতন নারীর দেহে
        সতীত্ব অমূল্য ধন।
ফুলের মত নিষ্পাপ শিশুর প্রাণ
         ঘাতকের মুক্তিপণ,
সভ্যতার বর্বরতা সুশীল সমাজে
      আধুনিক মানব জীবন।