একের ভিতর দুই
তোফায়েল আহমেদ টুটুল


একটি কথার মাঝেই থাকে সত্য মিথ্যা আবরণ,
বলার জন্য মানুষকে করতে হবে সঠিক নির্বাচন।
সত্য বলে এক ব্যক্তি মর্যাদায় পায় উচ্চ আসন,
মিথ্যা বলে অন্যজনে হয় সমাজের নিকট দুশমন।
একটি কাজে আলাদা দুইজন দুই রকম পরিচয়,
ভাল মন্দ বুঝতে পারলেই ধন্য জীবন জগতময়।
ন্যায়ের পথে থাকবে যখন মান সম্মান নিহিত রয়,
অন্যায় করে কেবল মাত্র পাপের বোঝা ভারী হয়।


একটি যুদ্ধের ময়দানে লড়াই করে সিপাহ সৈনিক,
অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে হয় নির্ভিক।
বীরশ্রেষ্ট বীর বিক্রম সম্মানে ভূষিত হয় বীর প্রতীক,
অন্যজনে খেতাব পায় রাজাকার মীরজাফর দৈনিক।
একটি সংঘঠিত অপরাধে দুইজনার মাঝে নিরবধি,
আঘাতকারী আহত করে আসামী চিহ্নিত অপরাধী ।
অত্যাচারীত ব্যাক্তির জন্য সমাজে সকল ফরিয়াদী,
আইন আদালতে বিচারের জন্য মানবতা করে দাবী।


একটি ভুলে দুইজনের সম্পর্ক ব্যবদান হয় বহুদুর,
ভুল করিয়া অনুশোচনা নেই ভাবছে কেবল মধুর।
ক্ষমাতে মহত্ব প্রকাশ অভিমান পোষে রাখে অন্তর,
বিচ্ছেদের বিরহে জ্বালায় কাটাতে হয় প্রতিটি প্রহর।
একটি আশা দুইটি হৃদয়ে ভিন্ন ভিন্ন স্বপ্ন যোগায়,
আপন করে বাঁধতে গিয়ে অন্ধকারে জীবন হারায়।
সাজাতে কভু বিলীন হতে অস্থিত্বের কি আসে যায়,
একের ভিতর দুই আশেক আর মাশেক প্রেম পুজায় ।