আক্ষেপ
তোফায়েল আহমেদ টুটুল


কে যাও পথিক একটু দাড়াও আমি একজন কবর বাসী,
অনেক দিন হয় আপন যারা কেউ দেখেনা আমায় আসি।
অন্ধকারে মাটির ঘরে একলা আমি রইলাম পরে,
ভাই বন্ধু কেউ এলোনা আলোর প্রদীপ হাতে করে।


বাবা মা আত্মীয় স্বজন আমায় কত করত যতন,
কোলে নিয়ে সাত রাজার ধন কপালে দিত চুম্বন।
অসুখ বিসুখ আসলে বিপদ ব্যয় করে সকল সম্পদ,
ডাক্তার কবিরাজ ওঝা বদ্যি কত রকম আনত ঔষুধ।


ভালবেসে প্রাণের প্রিয়তমা বলেছিল দুই হাত চেপে
বাঁচতে হলে বাঁচব মরতে হলে মরব দুজন এক সাথে।
জীবন মরণ সঙ্গী ভেবে করে নিলাম হৃদয়ে ধারণ,
আজ দেখি সবি ফাঁকি কেউ কারো হয়না  আপন।


জন্ম দিলাম ছেলে মেয়ে পৃথিবীটা বুঝি গেছি পেয়ে,
মুখের খাবার তোলে দিয়ে দেখতাম হাসিখানা চেয়ে।
উপার্জনের ছিল স্বভাব হয়না যেন তাদের অভাব,
অনাহারে দিনযাপন করি সন্তানকে বানাতে নবাব।


যখন আমি ছিলাম জীবিত ভাই বন্ধু আত্মীয় কত,
সুখে দুঃখে পাশাপাশি থাকবে ওয়াদা করিত শত।
ভুলেও এই পথ ধরে কেউ আসেনা আর খবর নিতে,
সঙ্গীবিহীন কেমন আছি দুঃখে কাঁদি দিবা রাতে।


বিদায় দিল চিরতরে কখনো তাদের হয়না স্বরণ,
যাদের জন্য পৃথিবীতে নষ্ট করলাম মানব জীবন।
মহাবিপদে পতিত আমি আছি কঠিন সংকট মাঝে,
আক্ষেপের ক্রন্দণ ধ্বনি দুনিয়ার কার কানে বাজে?