আকিঞ্চন
তোফায়েল আহমেদ টুটুল


আমার মোনাজাত নাও কবুল করে,
তুলেছি দুহাত প্রভু তোমারি দরবারে।
অধম গুনাহগার আমি ডাকি দয়াল,
ক্ষমা কর সকল পাপ ভিখারী কাঙ্গাল।
সরল পথে চালাও ফরিয়াদ বান্দার ,
মিনতি আল্লাহ করুণা চাই তোমার।
বিচার দিবসে স্বামী আসামি যে আমি ,
অপরাধের লজ্জা সেদিন দিওনা তুমি।


ক্ষমার মালিক তুমি রহিম ও রহমান,
সকল গুনাহ অপরাধে চাই পরিত্রাণ।
অনুশোচিত পাপে নাজাতের আশায় ,
অভিমানে অভিশাপ দিওনা আমায়।
পরম করুণাময় দয়াল অনন্ত মহিমা,
ভুল ত্রুটি দোষ যত করে দাও ক্ষমা।
রহমত বরকত দাও হে দয়াময় প্রভু,
অভিশপ্ত গজব পথে নিওনা তুমি কভু।


মসজিদ মন্দির গীর্জা গাছতলে সন্যাসী,
তুলসী গঙ্গাজলে হাদিয়ার শিন্নিতে খুশি।
খুঁজিছে আল্লাহ ঈশ্বর জগদীশ ভগবান ,
উপাস্য আপন হৃদয়ে করেছে কে সন্ধান?
ইবাদতে মশগুল আরাধনা পূজা অর্চণা,
বিধাতার সন্তুষ্টি অর্জনে হৃদয়ের পার্থণা।
ত্রিভুবনে গোলক ধাঁধাঁ লুকানো নিরাঞ্জণ,
মনে আমার আকিঞ্চন সদা করিব স্বরণ।