আমার অনুভুতিতে তুই ছিলি
শক্তি সাহস আর ধৈর্য্য ক্ষমতা
আবেগের কথাগুলো বলা ছিল
অসহায় দুর্বলের প্রানের ব্যাথা
চোখের জলগুলো টলমল ছিল
অঝরে ঝড়ে পড়া কষ্টের ধারা
ছলনার হাসিটুকু মিথ্যা শান্তনা
নিরবে তোর আঘাত সহ্য করা


শুনেছি তোর কটু কথা নতশীরে
দিন রাত চাইতাম মঙ্গল কল্যান
দেবার আনন্দে মনের দ্বিদ্ধা দন্ধ
আপন পর ভেদাবেদের অবসান
রক্তের সম্পর্ক তুচ্ছ এ পৃথিবীতে
ভেবেছি শুধু ভালোবেসে তোকে
সিদ্ধান্তহীনতা ভোগান্তির যন্ত্রণায়
অকারনেই টানিতাম শূন্য এ বুকে


দেখিয়াছি তোর কঠোর নির্মমতা
দুই চোখ রাঙিয়ে করিতে আঘাত
উগ্র মেজাজে অশালীন মন্তব্যের
প্রতিশোধের নেশায় উঠালি হাত
কলঙ্কের বোঝা চাপাইলি মাথায়
কুলুষিত বিবেক তোর স্বার্থলোভে
মান মর্যাদার উচ্চাসন থেকে তুই
ধিক্কার জানাইলি চরিত্র স্বভাবে


একটুখানি ভালোবাসার দাবীতে
ভিক্ষার ঝুলি লইয়াছিলাম কাঁধে
ভোগে নয় ত্যাগের মাঝেই শুধু
তবুও কাঁদাইলি মিথ্যা অপবাদে
সীমাহীন জ্বালা যন্ত্রণা তোর শাস্তি
সইব কেন কোন অধিকার পাইতে
সম্পর্ক গড়িতেই বিনষ্ট করিলাম
পাশে থাকার অভিনয় অজুহাতে