আল্লাহু আকবার
তোফায়েল আহমেদ টুটুল


আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার ,
তোমার হাতে সৃষ্টি জগত খুবই চমৎকার।
কত সুন্দর সৃষ্টি মাওলার রুপের সমাহার!
আজব কারিগর দয়াল পরোয়ার দিগার।
পাশাপাশি বৃক্ষদ্বয় ফল ধরে ভিন্ন আকার,
কি মহিমার স্বাধে জীব জন্ত করে আহার।
রুপকার সৃষ্টিতে রুপ মিশাইল আপনার,
বসাইছে রঙের মেলা এই দুনিয়া বাজার।


সর্বশক্তিমান স্রষ্টা আল্লাহ, পরমদয়ালু মন,
সৃষ্টির যত মাখলুকাত তুমি করিলে সৃজন।
অনন্ত অসীম, আদি অন্তহীন, রহমতে মহান,
সকল সৃষ্টির মাঝে ঘোষনা দিল শ্রেষ্ট ইনসান।
ভূপৃষ্টে মৃত্তিকার জমিন উপরে সাত আসমান,
পশু পাখি, জীব জন্তু দ্বারা সাজানো বাগান।
আকাশে চন্দ্র, সূর্য, লক্ষ কোটি তারা জ্বলে,
দিবা রাত্রি, আলো আঁধার বিধান মতে চলে।


মাটির বুকে বৃক্ষ গজে, ফুল ফসলে সুন্দর,
সাগর নদী বয়ে চলে মধ্যখানে বালুচর।
পাহাড় পর্বত মরুর বুকে অজস্র ঝর্ণাধারা,
মৃত্তিকার তলদেশে মিষ্টি পানির ফুয়ারা।
সাগর জলে বসবাস, করে কত নানা প্রাণী,
মাটির নিচে লুকানো, গ্যাস ও কয়লার খনি।
ফুলের সুবাসে মন ভরে পাখির কন্ঠে কুহু,
কি অপরুপ সৃষ্টি তোমার ওগো আমার প্রভু।


বন জঙ্গলে সৃষ্টি আছে কত ভয়ঙ্কর প্রাণী,
হেফাজতে রাখলে মানুষ জানি মেহেরবাণী।
ক্ষুধা পেলে অন্ন যোগান, তৃষ্ণাতে মিঠা পানি,
মানব জাতির উপকারে, স্রষ্টার কুদরত জানি।
জ্বীন ফেরেস্তা করল সেজদা তোমার রহমত,
মর্যাদার উঁচুতে স্হান, আসনে আদম হযরত।
মোদের দিলে সর্বশ্রেষ্ট, নবী  মুহাম্মদ হযরত,
ক্ষমা কর সকল গুনাহ, আমরা যে উম্মত।