আমাদের চাষা
তোফায়েল আহমেদ টুটুল


শক্ত মাটির বুকে ফলায় সোনার ফসল,
কঠোর হাড়ভাঙ্গা পরিশ্রমে কৃষক সকল।
জমিতে লাঙ্গল ঠেলে শক্ত কঠিন মাটি,
আলগা ঝর ঝরে করে কোঁদালে কাটি।


বীজ বপণে বৃষ্টির আশায় অবশেষে কৃষক,
কলসী কাঁদে নদীর জলে ভিজাল মাটির বুক।
মানুষের কথা চিন্তা করে দিবা রাত্রে খেটে,
ধান গম আলু পেঁয়াজ সোনার ফসল হাটে।


ন্যায্য মূল্য বঞ্চিত করবে মহাজনের আশা,
অশিক্ষিত মূর্খ এরা সকল গাঁয়ের চাষা ভুসা।
তাদের যত্নের রত্ন নিয়ে বাবুদের করে খুশি,
পয়সা ওয়ালা সাহেব দিবে দাম একটু বেশি।


কার অধিকার ভোগ করে কে স্বার্থের জগতে,
লোভ লালসার ব্যস্ত সবাই যে যাহার মতে।
ছোট জাতের কৃষকের গায়ে নোংরা কাদা মাটি,
সাহেব বাবু মনে রাখেনা তারাই হল মানুষ খাঁটি।।