আমার স্বপ্ন তুমি
তোফায়েল আহমেদ টুটুল


লৌহা যেমন ছুটে যায়রে চুম্বকের পানে,
তোমার অঙ্গের নেশা তেমনি করে টানে।
চন্দ্র যেমন চুরি করে সূর্যের রশ্নি কিরণ,
তেমনি তুমি আমার অন্তর করিলা হরণ।


জোয়ারে ভাসে নদী আনন্দের কলতান,
শূণ্য বুকে হাহাকার পড়লে ভাটির টান।
পাহাড়ের ঝর্ণা যেমন ছুটে নদীর খোজে,
সাগর মোহনায় নদী মিলনের সুর বাজে।


আমার জীবনে তুমি চাওয়া পাওয়া স্বপ্ন,
স্বপ্নে বিভোর দুটি আখি তোমাতেই মগ্ন।
নয়নের মণি জানি আমার চোখের তারায়,
মেঘের বুকে বৃষ্টি যেমন গোপনে লুকায়।


অন্তরে বাহিরে তুমি সঙ্গী আমার দিবানিশি,
জীবন মরণ তুচ্ছ, জানি তোমায় ভালবাসি।
স্বর্গ নরক যেথায়, বিধির নিকট চাইব আমি,
পৃথিবীতে বাঁচার অবলম্বন আমার স্বপ্ন তুমি।