✋ আমি যৌবন ✋
তোফায়েল আহমেদ টুটুল


আমি যৌবন মানিনা শাসণ বারণ,
উম্মাদ মাতাল দখিনা পবনে তুলি কাল বৈশাখির প্রলয় ঝড়,
আমি তরঙ্গ স্রোতের সাথে করি যুদ্ধ
সাগরের বুক থেকে তীরের সন্ধানে আছড়ে পড়ি মৃত্তিকার উপর।


আমি ফুল বনের সেরা ফুল,
সুভাষিত সৌরভ ছড়িয়ে গন্ধে করি আকুল,
আমি মণি ধারী বিষাক্ত নাগীন,
তাবিজ কবজ বাঁধা সাপুড়িয়া পায়না নিস্তার দেই কলিজায় ছোঁবল।।


আমি স্ফুলিঙ্গ আগুনের শিখা,
দাহণে পুড়িয়ে নিঃশেষে ছাই করি যত আগাছা।
আমি জল তৃষ্ণা নিবারণে,
হৃদয়ের মরুভুমিতে বৃষ্টি হয়ে ঝরি অমৃত সুধা পানে তৃষ্ণার্তের মিটাই পিপাসা।।


আমি সর্বকালের অনন্ত কুমার,
রুপ লবণ্যের স্নিগ্ধতায় সকল হৃদয়ে প্রেমাস্পদ,
আমি মুক্ত স্বাধীন হইনা অধীন
বয়সের ফ্রেমে বন্দি কয়েদী ভাবা শৃঙ্খলিত বিপদ।।


আমি বীর চির বিজয়ী মহান,
শ্রদ্ধা ভক্তির আর্শিবাদে প্রণামী উচ্চ মর্যাদায়
ললাটে দেই চন্দণের জয় টিকা,
আমি অমর অক্ষয় চিরঞ্জীব,
সুপ্ত অঙ্কুরোধ শক্তি সবুজ শ্যমলে গজাই পৃথিবী রাখি সতেজ সজীব।।।