এমন একটা
তোফায়েল আহমেদ টুটুল


এমন একটা আশা আমার হইলনা
         যাকে কারো বুকে রাখা যায়,
এমন একটা স্বপ্ন নয়ন জুড়ে ছিলনা
         যাকে অন্য চোখে দেখা যায়।
এমন একটা হাত জীবনে পেলাম না
            যার উপর ভরসা রাখা যায়,
এমন একটা সাথী পৃথিবীতে পেলামনা
            যাকে আপন করে বাঁধা যায়।


এমন একটা মানুষ বুঝি পেলামনা
                    যাকে মন দেয়া যায়,
এমন একটা মন কোথাও পেলামনা
           যাকে মনের কথা বলা যায়।
এমন একটা হৃদয় কভু পেলামনা
                     যাকে ভালবাসা যায়,
এমন একটা অন্তর খুজে পেলামনা
                যাকে আপন ভাবা যায়।


এমন একটা সুন্দর দিন কভু আসলনা
             যাকে স্মৃতি করে রাখা যায়,
এমন একটা মধুর নিশি কখনো কাটলনা
             যাকে স্বরণ করে কাঁদা যায়।
এমন একটা সুখ জীবনে কোনদিন এলনা
        যাকে মনে পুষে শান্তি পাওয়া যায়,
এমন একটা স্বজন আপন প্রিয়জন হলনা,
              যাকে বার বার ভালবাসা যায়।