আনন্দের ঈদ
তোফায়েল আহমেদ টুটুল


রমজানের রোজা শেষে আনন্দের উল্লাসে,
নিখিল ভূবনের ঈদ খুশির জোয়ারে ভাসে।
ভুলেছে দোস্ত দুশমন ধনী গরীব একসাথে,
মিষ্টি মধুর হাসি মুখে দাড়াল ঈদের জামাতে।
ছোট বড় সাড়ি বেধে চলছে ঈদগাহ ময়দানে,
আসমানী ফেরেস্তা জমিনে নামিল যোগদানে।


আমির ফকির রাজা প্রজা মিলিছে কাঁধে কাঁধ,
হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে ভাঙ্গিল বিভেদের বাঁধ।
নতুন পোশাকের সাজসজ্জা মেখে খুশবো আতর,
ধরণীতে ঈদ উৎসবের মুখোরিত আওয়াজ প্রখর।
ফিরনী সেমাই পিঠা পায়েশ বিলিয়ে হৈ হুল্লাহ,
সোনা দানা বালা খানা সব রাহে হিসাবে লিল্লাহ।


ঈদের নামাজ আদায় শেষে তুলে সকলে হাত,
নাজাতের আশায় আল্লাহর দরবারে মোনাজাত।
যাকাত ফেৎরা কবুল করবে পরোয়ার দিগার,
রোজা পালনকারীর জন্য দিবের উত্তম পুরস্কার।
ক্ষমাতে সকল গুনাহ নিস্পাপ ঈদগাহ ময়দানে,
মুমিন মুসলমানের নেয়ামত খুশির ঈদের দিনে।


বিশ্বজুড়ে খুশির জোয়ার আজ মুসলিম উম্মাহর,
তওহীদের আস্থায় আদেশ পালন ঈদুল ফিতর।
ইসলামের শান্তির পতাকা মুহাম্মদের অবদান,
একত্ববাদ মহান আল্লাহর উপর আনিল ঈমান।
পবিত্র সিয়াম সাধনা মাহে রমাজান পরিশেষে,
আকাশে বাতাসে মোবারক আনন্দের ঈদ আসে।