আড়ি আড়ি আড়ি
যখন তুই কাটতিস
জানিস আমার বুকের ভেতরটা
কেমন যেনন ছ্যাৎ করে উঠত।
তুই চলে যেতি দৃষ্টি সীমার আড়ালে
আমি তৃষিত নয়নে তোর গমন পথে
অবাক নেত্রে আনমনা তাকিয়ে থাকতাম।
তুই তো পিছন ফিরে কভু তাকাস নি
কি করে বুঝবি
আমার মনের অব্যক্ত কথা গুলো।
কতবার আড়ি কেটেছিস
আবার ভেঙ্গেছিস
অভিযোগের করুণ অভিমানে
আবার এসে বলতি
এই বুদ্ধু
আমি কি তোকে ছেড়ে থাকতে পারি?
জানিস আমার যে তখন...
মনে হত পুরো পৃথিবীটাই আমার।
কিন্তু..
সে বার আড়ি কাটলি
আমি রোজ সেই শিমুল তলায় বসি
কত দিন হল তা আজ মনে নেই
তবে এটুকু মনে হয় তুই
একটু আগেই বুঝি আড়ি কেটে গেলি।
জানিস আমি সেখান থেকে
এক মুহুর্তের জন্য সরতে চাইনা
জানি না তো তুই কখন আসবি?
একদিন মহন্ত এসে খবর দিল
তোর নাকি বিয়ে হয়েছে।
জানিস সেদিন থেকে
আমার অপেক্ষা অনন্ত কালের
কেন জানি বুকের ভিতর বিশ্বাসটা
আরো বৃদ্ধি পেল।
বিশ্বাস করি অন্তত তুই আমাকে এই খবরটুকু দিতে হলেও আসবি।