ওরে জালিমের দল,
জানিস না তোরা?
নমরুদ ফেরাউন করেছিল মানুষের নিকট খোদা দাবী,
বাঁচার জন্য জগতে পায়নি চিরঞ্জীব থাকার জীবনের চাবি।
নিপাত হবে তোদের কর্মকান্ড,
ভগবান আছেন মাথার উপরে।


ওরে ঘাতকের দল,
ভয় দেখাচ্ছিস তোরা?
মুর্খ,জানিস না মৃত্যুতে রয়েছে বেঁচে থাকার হায়াত,
শহীদের রক্তে রঞ্জিত মাটির বুকে অনুসন্ধান করবে সকলে নাজাত।
তোদের হবে জীবন্ত দাফন,
পৃথিবী হবে তোদের শশ্মান।


ওরে বেঈমানের দল,
খোদার নাফরমান তোরা?
দুনিয়ার বাহাদুরি সৃষ্টির অনিষ্টে খুঁজিস স্বার্থের কল্যাণ,
মহাবিচারক তুলা দন্ড ন্যায়ে সকল দ্রষ্টা সর্বশক্তিমান।
সৃষ্টির স্রষ্টা অভিভাবক প্রভু,
কঠিন প্রতিশোধ হবে সর্বনাশ।


ওরে ইয়াজীদ ওরে সীমার,
ওরে পিশাচ জঘন্য হত্যাকারী,
বোনের ইজ্জত লুন্ঠনে মিটাবি যৌবনের ক্ষুধা তৃষ্ণার জ্বালা,
বাবার বুকে মায়ের বুকে ভাইয়ের বুকে গুলি বর্ষণের আনন্দ খেলা।
ভুলে গেলি জাহান্নামের কথা,
তোরা জ্বলবি অগ্নিকান্ডে অনন্তকাল।


ওরে আমার আর্তনাদের বুলি,
ধ্বংস হবি নিশ্চয় পাপী অপরাধী।
নিয়ামক হারামের শাস্তি পাবি আল্লাহর অভিশাপের লানত,
মশা কিংবা দরিয়ার অতলে তুচ্ছভাবে ঘটবে তোদের অশুভ মউত।
তোদের কর্ণে বাজেনা সত্যের ধ্বনি,
তোদের দৃষ্টি পড়েনা ন্যায়ের পথ।


ওরে অধম সর্বশ্রেষ্ট ইনসান,
তোরা মুক, বধির, অন্ধ ভবে।
হেদায়ের সঠিক জ্ঞান তোদের জেহেলে কভু ঢুকবে না জানি,
তবুও বলব অস্ত উদয় নিয়ম নীতির মতই চিরন্তন বাণী।
এ আমার আদেশ উপদেশ নিষেধ নয়,
এ যে বিধির বিধানে সতর্ক বার্তা.....