বাঁধিয়াছো মোরে এ কোন ডুরে
লোহার শিকলের ন্যায় শক্ত করে,
টুঁটিব এ বাঁধন সাধ্য কি আর এমন
পলাতে গিয়ে বন্দি হই নত শিরে।


মুক্তির আর্তনাদে যত প্রচেষ্টা বৃথা
শান্তির পয়গামে শাহী এলান শুনে,
বুকের কুটিরে প্রবেশদ্বারে প্রহরী ছয়
নিবির সম্পর্ক গড়েছে তোমার সনে।


তিলেক দন্ডও যদি সুস্থ সুন্দর ভাবে
শান্তণার আশায় হতাম ধৈর্য্যশীল,
বুঝে নিতাম তোমার কৃপার মহিমা
উদার মহত্ত্বে সুখের পরশ অনাবিল।


দিতে চাইলে ইশারার ডাকে অনেক
ভালোবেসে প্রেমের রঙ্গিন উপহার,
কেড়ে নিলে সব নিঃস্ব করে কেবলি
হারিয়ে সব আজ আমি দ্বীন ভিখার।


সন্তুষ্টি চিত্তে করিলে অগ্রাহ্য সকলি
শ্রদ্ধা ভক্তির চরণে লুটানো প্রণামী,
তোমার মত তুমি দিতে চাইলে শাস্তি
নিরুপায় অপরাধী আমি দন্ডিত আসামী।