আসব আমি
তোফায়েল আহমেদ টুটুল


আসব আমি যখন তখন করিস যদি স্বরণ,
যত দূরে থাকি না কেন পাশে আছি সর্বক্ষণ।
পাহাড় সমান কষ্টের বোঝা বইবি যখন একা,
খুঁজে দেখিস মনের গহণ পাবি আমার দেখা।


ডাকিস যদি আপন সুরে দুঃখের সাগরে ডুবে
জীবন বাজী ধরে তোকে উদ্ধার করব তবে।
মরুর বুকে উষ্ণ তাপে সঙ্গী বিহীন ক্লান্ত ক্ষণে
বৃক্ষের শীতল ছায়া হাজির হব তোর সামনে।


পরাজয় চাদর খানি জীবন যদি দেয় ঢেকে
জয়ের পতাকা উড়িয়ে চমকে দিব পৃথিবীকে
ভেঙ্গে যাওয়া স্বপ্ন আশা যতনে কুঁড়িয়ে হাতে
সুখ শান্তির মিলন মালা পড়িয়ে দিব গলাতে।


অশ্রুভেঁজা দুটি চোখে কাঁদিস যদি অন্ধকারে
চন্দ্র সূর্যের কিরণ আনতে যাব আকাশে উড়ে
বিরহ ব্যথায় ভালবাসা হয়ে যায় যদি মলিন,
রঙধনুটা নিয়ে আসব সাজাতে তোকে রঙিন


আকাশ হতে নামব আমি উঠব পাতাল ফুঁড়ে
বাতাসের বুকে কান পেতে দৃষ্টি জগত জুড়ে।
স্বর্গ নরক যেথায় থাকি জীবিত কিংবা মৃত
তোর ডাকে সাড়া দিতে দিন গুনি অবিরত।