আশার জীবন তরী
তোফায়েল আহমেদ টুটুল


জীবন তরী বাইতে এলাম ভবের সাগরে,
মাঝি হয়ে যাত্রী বেশে রই অপেক্ষা করে।
হাল তুলিয়া পাল উড়ালাম শখের বশে,
অচীন দ্বীপে তীরের আশায় নিরুদ্দেশে।
পারঘাটাতে বসে বসে কড়ি সব হারিয়ে,
বেলা গেল সন্ধা হল পারের আশা চেয়ে।
কূল কিনার তীর হারা ঢেউ উঠল সাগরে,
বিষম নদীর পানি তুফান ডাকে গর্জন করে।


যৌবন জোয়ার ভাসা পানি মন যমুনায় ডুবে,
রঙিলা জীবন মাঝি মাতে আনন্দে উৎসবে।
আশায় আশায় জীবন গতি সিন্ধু সাগরে,
আশার তরী ভাটি ছাড়া উজানে হাল ধরে।
ভাঙ্গা মাস্তুল ছিঁড়া বাদাম ভরসা শুধু করে,
বৈঠা টানে শক্ত হাতে জীবন মাঝি তীরে।


জীবন নদীতে বান ডাকিলে স্রোতের টানে,
হতাশ মাঝি ভয় করেনা প্রবল শক্তি মনে।
গুন ধরিতে ছয় মাল্লা হাল ধরে এক জনে,
দিক হারানো নাবিক কেবল তীরের সন্ধানে।


জীবন মাঝি বড় পাঁজি উপায় কি আর জানে,
আশার জাহাজ নিরাপদে নোঙ্গর কোনে খানে।