আষাঢ়ে বাদল ঘন নামিবে ঢল,
ও রে তোরা কে কোথায়
বাড়ি ফিরে চল।
নীল আসমান সাজানো মেঘে,
লুকোচুরি সূর্যের সাথে
খেলে অনুরাগে।


মুষলধারে বৃষ্টি ঝরছে অবিরাম,
সকাল দুপুর গড়িয়ে গেল
শীতল যেন ধরাধাম।
গুঁড়ি গুঁড়ি শান্ত শিষ্ট বৃষ্টির রেণুকা,
অলস প্রকৃতির মলিন রুপ
গতি রোধে দেয় ধোকা।


চুপটি করে ঘরকোণে নিরবে বসে,
আনমনা উদাসীর ভাবনা
প্রহর গুলি বাঁধি কিসে?
আকাশ মাটির মিলন সুখ দুঃখ গাঁথা,
বিরহীর অবিরত ক্রন্দণে
ভিজিল নয়ন পাতা।


বর্ষার পরশে ফুল ফুটিল কদম শাঁখে,
গহীণ দূর বনে ময়ুরী নাচে
গাহিয়া কেকা ডেকে।
জোয়ারে ভাসিল যমুনার কুলধ্বনি,
আঘাতে ভাঙ্গে বুকের পাঁজর,
তন্দ্রাহারা আষাঢ় রজণী।