অসহায় পিতৃকূল
তোফায়েল আহমেদ টুটুল


পিতা আমি সন্তানের জন্য ভাবি দিনরাত,
হাড় ভাঙ্গা পরিশ্রমে যোগাই পেটের ভাত।
শিক্ষা দিক্ষায় মানুষ করতে দিলাম স্কুলে,
কদিন পরে শুনেছি সন্ত্রাসী আমার ছেলে।


কাজীর বেটা বড় পাজী সামনে যখন পড়ে,
মাথা উচু করেই দেখি সিগারেট ঠোটে ধরে।
সন্তানের মতন যখন করতে গেলাম শাসন,
বেয়াদবীর অশ্লীল ভাষা শুরু করল তখন।
বাপের টাকায় খাই তোমার কি যায় আসে?
অপমানের মাথা নীচু এমনিতেই হয়ে আসে।


মুন্সী বাড়ীর ছোট্ট মেয়েটি স্কুলে যখন যায়,
রঙ তামাশা করে বেড়ায় ঘোম নেই মাথায়।
খানিক বাদে দেখি হঠাৎ খান বাড়ীর ছেলে,
বুকের মাঝে জড়িয়ে ধরে চুমা দিল গালে।
আরো কটা যুবক ছেলে হাত ধরে টানাটানি,
আমরা সবাই বন্ধু কাকা দিল জবাব খানি।


হতবাক হই যে আমি লজ্জায় একদম চুপ
এই সমাজের সন্তানেরা বাহারি রকম রুপ।
পিতাগন বড় অসহায় সন্তানের কর্মকান্ডে,
আদর স্নেহ শাসণ অধিকার বিচারের দন্ডে।