আমার গানে তুমি কখনো বোঝনি
এ বুকে ব্যথা কতখানি
প্রাণের কথাগুলো সাজানো হৃদয়ে
এতটুকু ভালোবাসনি


সুরের দোলায় যত সুরভী ছড়ায়
জড়িয়ে রাখে আবেশে
মনের মাধুরী আঁকে রঙধনুর ছবি
মেঘের পালক আকাশে
নয়ন ভরা জলে বৃষ্টি ধারায়
ভিজতে কভু আসনি


সুখের হাসি টুকু কান্না ভুলে
গাইছি গান আসরে
মায়ায় বেঁধে রাখি ছন্দের তাল
জীবনের জলসা ঘরে
স্বপ্ন আশা গুলো হারায় গোপনে
যতনে কেউ রাখেনি