তুলিয়াছি আমি তোর দরবারে হাত
    আর কত বল দিবি অপমান,
ক্ষুধা তৃষ্ণার দুঃখ কষ্ট যন্ত্রণার ব্যাথা
     সকলি তোর করুণার দান।।
বিপদের কবলে পতিত আমি হতাশ
      নির্মম নিষ্ঠুর দিসনি সান্তনা,
নতজানু হয়ে দয়া মাঙ্গি ভক্তির ধ্যানে
       উপহাসে লভি তোর বঞ্চনা।।


সংসারে ঘটে ক্ষতি সদা প্রাণের সংশয়
        চরণে তোর রাখিলাম শির,
অসহায়ের আর্তনাদে তোর অটুট প্রতিজ্ঞা
        নিত্য খেলায় অবিচল স্থির।
নিপুন সৃজনে বসুধা তুই সাজালি সুন্দর
         কত ফলে ফুলে সবুজ শ্যামল,
আনন্দ কোলাহলে মুখোরিত প্রকৃতিতে
          অবিরত আমার নয়নের জল।।


অজ্ঞানীর তপস্যা কঠিন জ্ঞানের সাধনে
           পাষাণী তুই সর্বদা বৈমুখ,
কপালের লিখন অভিশপ্ত কলমের কালি
           মহীমা বিদ্বেষ অবাঞ্চিত সুখ।
অজস্র বেদনা লুকায়িত চিত্তে শূণ্য ভান্ডার
          সুখ শান্তি তুই করলি ডাকাতি,
তবুও পবিত্র হৃদয়ে ভালোবাসি অধিক প্রিয়
          তোকে ভাবি আমি পরম জ্ঞাতি।।


অনন্ত অসীম অখন্ড এক প্রতিপালক তুই
         বিশ্ব ব্রহ্মান্ডের মহাপরিচালক,
সর্বত্র বিরাজে সর্বোস্রোতা সর্বশ্রেষ্ট জানি
         চরিত্র রূপায়নে আমি খলনায়ক।
আর কি সুধাইব বল আমি রাগ অনুরাগে
          জীবন মরণ তোর সকলি দান,
মহাশক্তিশালী ক্ষমতাধর তুই জগত পতি
          মিছেমিছি করি আত্ম অভিমান।।