তুমি যখন কথার আঘাতে নিত্য আমাকে কর অপমান
সইতে পারিনা অবহেলাটুকু আত্মমর্যাদার খুজি সম্মান
জানি তোমার ঘৃণার কারন অনৈতিক কর্মকান্ডে বিরক্ত
যত্নসহকারে পরম সেবায় তোমার প্রেমে আমি আসক্ত
হারিয়ে জীবনের অমূল্য রতন পাপের কলঙ্কের কালি
তোামর জন্য স্বর্গ নরক আমার অস্তিত্বকে গেলাম ভুলি
শাস্তি দিতে প্রতিশোধের নেশা সুকৌশলে পাতানো ফাদ
উচ্চস্বরে বদনাম রটাতে দিতে পার তুমি মিথ্যা অপবাদ


আকাশ বাতাস স্বাক্ষী আমার চন্দ্র সূর্য্য রাতের অন্ধকার
মতিভ্রম হুশ ফেরাতে আমি নিয়ম নীতি ভাঙ্গি বিধাতার
কামনার যৌন ক্ষুধা মেটাতে তুমি অস্থির পাগলের বেশে
অনুভবে ছুইতে অন্তর তোমার আত্ম বিসর্জন ভালোবেসে
ভাবি নাই আমি হালাল হারাম পবিত্রতা দিলাম নষ্ট করে
অনুভুতির ইচ্ছাগুলোই তোমার হাসি আনন্দ জীবন জুড়ে
শান্তি সুখের পরশ দিতে আমি চাইনা বাধি জীবনের জুটি
অসীম প্রেমের মহত হৃদয়ের বলবে নিশ্চয়ই মানুষ খাটি


যুক্তি তর্কে বিজয়ী হতে আমি দেইনাতো কোন অভিযোগ
জ্বালা যন্ত্রনার আগুনে পুড়াতে তুমি শুধু খুজতে চাও সুযোগ
আপন দোষ স্বীকার করে মাথা পেতে নেই অপরাধ আমার
ত্যাগিলাম ভবে সকল স্বার্থই মঙ্গল কল্যাণ চাইতে তোমার
ভোগেই যদি সুখ থাকিত করতাম শুধুই লাভ ক্ষতির হিসাব
এই অন্তরে প্রেম আরতি সাজাতে ছিল জানি আমার অভাব
জন্ম জন্মান্তরের অটুট বন্ধন তোমার আমার মিলন মোহনায়
প্রশ্ন শুধু আজ বিবেকের কাছে আমার ছিল কোন ঋণের দায়


ঠিক হয়নি বলবে কি তুমি আমিও জানি সিদ্ধান্ত চরম ভুল
তোমাকে নিয়েই চিন্তা ভাবনায় আমি কেন হলাম মশগুল
যত ভাবি তত দাবী বিপথগামী যখন দেখি তোমার জীবন
উপায় খুজে দিশেহারা আমি ভাবি জগতে আপন প্রিয়জন
তোমার জীবন থাকবে তোমার শাসন বারন মানবেনা তুমি
ডাক্তার কবিরাজ ওঝা বৈধ্য চিকিৎসক হই অবশেষে আমি
নি:স্ব আমি রিক্ত আমি সহায় সম্বলহীন এই পৃথিবীর বুকে
তোমার উপকারে ব্যবহার হতেই বরবাদ হই জীবন থেকে


দোষ ত্রুটির মিশ্রণে প্রতিটি মানুষ চাই নাই চারিত্রিক সনদ
ভালো মন্দ বিচার করা আমাকে তোমার কিন্তু চরম গলদ
যাওনা সরে বহুদূরে প্রচার করতে আমার যত জঘন্য পাপ
সত্য ন্যায়ের চিরঞ্জীব প্রেম খন্ডাবে কে কপালের অভিশাপ
অশান্ত হৃদয়ের আর্তনাদে করুণ ক্রন্দনেের আকুতি জানায়
মৃত্যুদন্ড কার্যকর শাস্তি দাও চাইনা পাশে প্রতারনা ছলনায়
জীবন হিসাব চুকিয়ে দিলাম বিধির কাছেই ক্ষমা ফরিয়াদ
অচেনা দুজন দুদিকের পথিক আত্মচিৎকার চির আর্শিবাদ