বাঁচতে হলে বাঁচাতে হবে
তোফায়েল আহমেদ টুটুল


যত মানুষ তত ফানুস কেউ কারো নয় অধীন,
জ্ঞান বুদ্ধি বিবেক বিসর্জন সীমা লঙন চিরদিন।
আপন স্বার্থ ভুলতে হবে মঙ্গল কল্যাণ পরের তরে,
প্রাপ্তির মাঝে শান্তি খুজে সুখ বাঁধতে হবে চিরতরে।


অধমের কি আছে জানা তন্ত্র মন্ত্রের কলা কৌশল,
বিশ্বজয়ী সাফল্য অর্জনে সকলেই চায় সোনার ফসল।
বলতে পারি লিখতে পারি দোষ সমালোচনা অন্যত্র,
সংশোধনের দায়িত্ব কর্তব্যে গড়তে হবে আপন চরিত্র।


আমার কথায় কান দিবে কে ভাবছে যেজন উত্তম,
কথা কর্মে ব্যবহারে সে হয়েছে জগণ্য নরাধম।
আছে যত নিত্য প্রয়োজন মাত্রাতিরিক্ত করবে গ্রহণ,
গ্রাস করে শোষণে ক্রমবর্ধমান বিলাসী চাহিদা পূরণ।


এমন নেশা রক্তে মাংসে মানুষের অস্থিত্বের শিকড়,
বিশ্ব নিতে আপন মুঠোয় আকাশ পাতাল জাল বিস্তর।
জোর যার মুল্লুক তার অন্যায় অত্যাচার নির্বিচারে,
হিংস্র জানোয়ার শিকাড় ধরে অবৈধ এক দখলদারে।


বাঁচতে হলে বাঁচাতে হবে ত্যাগ করে লোভ লালসা,
তোমার নিকট চাইবে সুযোগ পূরণ করতে কত আশা।
নিষ্ঠুর নির্দয় তুমি গ্রাস করতে শক্তির দাপটে হুঙ্কার,
উপকৃত নয় যেজন ক্ষতিগ্রস্ত হয়ে কে করবে নমস্কার।