বাংলাদেশ
তোফায়েল আহমেদ টুটুল


বাংলাদেশ আমার,
বাংলাদেশ তোমার,
বাংলাদেশ খোদার দান,
ধন্য ধন্য আমি ধন্য ধন্য তুমি,
বাংলাদেশ জন্মস্থান।
বাংলার জল বাংলার ফল,
শস্য কনা ফসলের ঘ্রান,
তোমার আমার এই বাংলা,
জুড়ায়ে দিয়াছে প্রান।।


৭১ সালে বীর বাঙ্গালী কত,
দিয়েছিল তাজা প্রান,
পাকিস্তানী হায়েনাদের,
বর্বরতা রোখে রেখেছিল,
দেশের মান।
৭ কোটি প্রানের,
স্বাধীনতা এনে,
উড়িয়ে দিয়েছে,
বিজয়ের পতাকা নিশান।।


মরন যাদের ঠেকাতে পারেনি,
শত্রুর সাথে আপোষ করেনি,
উচুঁ রেখেছিল শির,
তাইতো এদেশের মানুষ,
বলছে তাদের শহীদ বীর।
কত মা তার সন্তান হারালো,
কত বাবা হারালো ছেলে,
বোনেরা কত ইজ্জত দিল,
রাজাকারের ছলে।।


অগ্নি ঝরা বারুদ গোলা,
ঠেকাতে সেদিন,
কত নববধু মুছে দিয়ে ছিল,
জীবনের যত স্বপ্ন রঙ্গিন।
চাইল তাহার স্বামীকে হারাতে,
মাতৃভূমি দেশকে বাঁচাতে,
বাঁচিব মোরা সবার সাথে,
মরিব সবাই এক সাথে।।


আজকে সেই খুশির বিজয়,
বাংলাদেশ পেল পরিচয়,
মাঠে ঘাটে কৃষান শ্রমিক,
বিজয় উল্লাসে দিক বিদিক,
গাইছে সবাই বিজয়ের গান।
বাংলাদেশের জন্য,
যারা দিয়ে গেল প্রান
আমরা তোমাদের ভৃলবনা,
যাদের রক্তে কেনা।।


মানচিত্রে আকা হল,
বাংলাদেশের স্থান,
জাহাঙ্গীর মতিউর রহমান,
মোস্তফা কামাল,
হামিদুর রহমান।
আব্দুর রউফ নুর মোহাম্মদ,
রুহল আমিনের দান,
বাংলাদেশ বাংলাদেশ,
মায়ের কোলে হোক,
মোদের স্থান।।।