বসন্তের কোকিল
তোফায়েল আহমেদ টুটুল


তুমি কি ভুলে গেলে বসন্তের বন্দনা,
আম জাম জামরুলের ডালে ডালে,
প্রকৃতির যৌবনে আনন্দে সুর তোলে,
তমাল বৃক্ষশাঁখে করিতে আনাগোনা।


অর্থ লোভী মানুষের স্বার্থের প্রয়োজন,
অনায়েসে কেটেছে তরুবৃক্ষ বারোমাস,
কোথা এসে বসবে তুমি পাইনা অবকাশ,
তাইতো অভিমানে করেছো আত্মগোপন।


বিশাল বনভূমি আজ পরিণত উষ্ণ মরু,
পুষ্প কানন দুষ্কর মানুষের গড়া ইমারত,
অট্টালিকার প্রাসাদে শান্তি খুজে অবিরত,
সবুজ বৃক্ষের বিশুদ্ধ পবন নিঃশ্বাসের শুরু।


এতসব চিন্তা ভ্রান্ত বলে বিবেচিত মনে হয়,
কোকিলের কুহু ডাকে কি মধু বিরাজিত,
যান্ত্রিক বিনোদনে দুনিয়া আজ মুখোরিত,
তোমায় নিয়ে ভাবতে এখন কারো ইচ্ছে নয়।


হারানো অতীত তোমাকে নিয়ে কবিতা গান ,
কবি সাহিত্যেকের মনোরঞ্জন আধুনিকতায়,
কাব্যে ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞান গবেষণায়,
প্রাকৃতিক ছেড়ে কৃত্রিমতায় রাখবে অবদান।


তোমার বিরহে বসন্তেও মলিন প্রকৃতির রুপ,
নব গজানো পত্র মঞ্জুরী শাঁখে পরশ তোমার,
ভ্রমরা অলি পাখির গুঞ্জরণে পুষ্পের বাহার,
নাচি নাচি গাও আনন্দে আড়ালে থেকনা চুপ।