ব্যর্থ পুরুষ
তোফায়েল আহমেদ টুটুল


অপরাধ করে নিজে দায় চাপালে অন্যের ঘাড়ে,
শাস্তি দিল বিধাতা স্বয়ং জগতে কে রক্ষা করে।
যেমন কর্ম তেমন ফল ভোগিতে হয় সবার,
স্ত্রী সন্তানের দায়িত্ব পালন উপার্জনে অহংকার।


যাদের তুমি অভিভাবক দায়িত্ব কর্তব্য পালনে,
অধিকারের কথাগুলো তাদের হুল বিঁধে মনে।
বয়স কি শুধু তোমারি হল সহধর্মিণীর নয়,
বৃদ্ধা বয়সে সংসার জ্বালা আর কত সে সয়?


ব্যর্থ পুরুষ জীবন যুদ্ধে পরাজিত এক সৈনিক,
অকারণে নারীর মাঝে দোষ খুঁজে দৈনিক।
পরিবার সাজাতে গিয়ে নারীরাই প্রতিদিন,
অর্ধাহারে অনাহারে থাকে দেখি চিরদিন।
 
সন্তানগুলো জন্ম দিয়ে পুরুষ হল খালাশ,
নারী করে অনুসন্ধান জীবন বাঁচানোর তালশ।
দায়িত্ব নিয়ে শান্তি দিয়ে পুরুষকে করল সুখি,
অকৃতজ্ঞ পুরুষ নারীকে করল জনম দুঃখী।


চিন্তা করলে ছেলে মেয়ের স্ত্রীকে করলে বঞ্চিত,
বৃদ্ধার জন্য অর্থ সম্পদ করলেনা কিছুই সঞ্চিত।
ছেলেগুলো বউয়ের গোলাম মাকে বানিয়ে চাকরানী,
সবি পুরুষ তোমার জন্য বৃদ্ধ বয়সে ব্যর্থতার গ্লানি।


এমন করে বলায় যদি কষ্ট লাগে কারো মনে,
ক্ষমার জন্য হস্তজোরা রাখিলাম দুই চরণে।
আসলে কি নারী পুরুষ সমাজোতায় জীবন,
কষ্টগুলো ভাগাভাগিতে সুখে দুঃখের বন্ধন।