ব্যস্ত আমি
তোফায়েল আহমেদ টুটুল


ব্যস্ত আমি আমাকে নিয়ে
হিংসার অনল সমালোচনা,
জয়ের নেশায় নেই প্রতিবাদ
সমাজ সভ্যতার নিন্দা ঘৃণা।
নইকো কভু প্রতিশোধ পরায়ন
সকল অপরাধ সাদরে ক্ষমি,
অধ্যাবসায় সাফল্যের চাবি কাঠি
বিজয়ের আশায় কঠোর শ্রমি।


দুশমনি নয় জগতে কারো সাথে
পৃথিবীতে কে আর কয় দিন বাঁচে,
আপন উদ্দেশ্য বাস্তবায়নে আমি
জীবনের হিসাব শুধু করছি মিছে।
দিবানিশি ভাবছি বসে সময় নষ্ট
ব্যর্থ পরাজয়ে দিচ্ছে আমায় কষ্ট।
সময়ের ব্যবহার উপযুক্ত কাজে
থাকব সদা আমি ব্যস্ততার মাঝো।


পরনিন্দায় গীবত রচনা করে
সকাল সন্ধ্যায় দিলাম কত শ্রম,
রাত্রিকালে নিদ্রাহীন দুই নয়ন
জাগ্রত বিবেক যোগফল পন্ডশ্রম।
স্বপ্নের আশাগুলো পালিয়ে গিয়ে
হতাশা দেয় সামনে হাতছানি,
জমা হল কর্মগুলো পাহাড় সমান
ব্যাপক সমস্যার সমাধান হয়নি।


কেন আমি আপনাতে নিত্য উদাস
দায়িত্ব কর্তব্যে অবজ্ঞার অবহেলা,
কোন অধিকারের বিঁষাক্ত ছোঁবল
কাকে দংশনের আনন্দে করি খেলা।
আমার অস্থিত্ব ভুলেছি সব নির্বিঘ্নে
ভাবিনি বোকা কভু আমাকে নিয়ে,
নাম যশ সুনাম খ্যতির আদর্শমানব
বিশ্বজাহান ধন্য হবে আমাকে পেয়ে।


দিন গেলে কি দিন পাওয়া যায়
অনাদায়ী দেনার শোধিতে ঋণ,
প্রজন্মের পর প্রজন্ম বাঁচার আশা
অহেতুক কর্মকান্ডে হবে বিলীন।
লক্ষ্যহীন এক শিকাড়ী ধনুক হাতে
তীরের নিশানা কভু হলোনা স্থির,
যাচ্ছি কেবল মানুষের দ্বারপ্রান্তে
প্রতারণার ফাঁদে বন্দি হয়ে অস্থির।


আমি মুক্ত আমি স্বাধীন জগতে
আমার ইচ্ছাগুলো করব পূরণ,
পাছে লোকে কিছু বলে আমাকে
লাজ ভয়ের কি আছে প্রয়োজন?
হাসি তামাশার পাত্র উপহাসের
কে মিটাবে আমার চাহিদা সকল,
অন্ন বস্ত্র বাসস্থানের যোগান পেতে
আমার আমিতে হব ব্যস্ত পাগল।।