ব্যস্ততার শূণ্য খাতা
তোফায়েল আহমেদ টুটুল


শত ব্যস্ততার মাঝেও ভুলিনি তোমায়
           স্বরণ করেছি বার বার,
একটু অপেক্ষার প্রতীক্ষা হৃদয়ের গভীরে
           ঝড় তুলেছে ভালবাসার।


আপনারে হারায়ে পথে গন্তব্য খুঁজিতে
           উচাটন মন সদা আকুল,
কিসের টানে ক্ষণে ক্ষণে চঞ্চল প্রাণ অস্থির
           কি কথা বলিতে ব্যকুল?


কাহার পানে তৃষিত আঁখি জলে ভরে উঠে
          তৃষ্ণার্ত পিয়াসার আর্তনাদ,
কোন বিচ্ছেদের ব্যথা হৃদয়ে জ্বলে অনল
         স্বপ্ন আশা চিতাতে ধূলিসাৎ।


হিয়ার মাঝে লুকানো প্রিয়া বাজাইতে বীণা
            ছন্দ তোলে নৃত্যের তালে,
উদাসীর বিবাগী জীবন খুঁজিতে সুখের ভূবন
           ভাবনার তরঙ্গে দোলে।


কাজের মাঝে ব্যস্ততা রোধে থমকে দাড়ায়
           অতিথী এক বীনা আমন্ত্রণে,
নিত্য নতুন প্রহর ভাঙ্গে বুকের পাঁজরে বসে
           বুঝিনা কিছু তাহার মানে।


সাজানো রুটিন বরবাদ অগোছালো সর্বদা
             নিয়ম শৃঙ্খলের জীবন পাতা,  
অভ্যাসে পরিণত হয়নি নির্ধারিত পরিকল্পণা
             লিখছি কেবল শূণ্য খাতা।