ওগো প্রভু জীবন আমার বুঝা ভারি
কার জন্য পৃথিবীতে বহ্মচারী
ও হে দয়াল জীবন আমার বুঝা ভারি


কে আসে যায় আমার মাঝে
লোকে কেন বলে বাজে
দিবা নিশি সকল কাজে
দেয় সুঁড়সুঁড়ি


নাই যেমন কেউ তোমার
ঘর বাড়ি নাই আমার
দুজনে সাজাইলাম সংসার
জগত জুড়ি


তোমার আমার প্রেমের বন্ধন
যত গড়ি ততই ভাঙ্গন
টুটুলের মনে আকিঞ্চন
খুঁজে মরি


ওগো প্রভু জীবন আমার বুঝা ভারি
কার জন্য পৃথিবীতে বহ্মচারী
ও হে দয়াল জীবন আমার বুঝা ভারি