বিচার মাঠ
তোফায়েল আহমেদ টুটুল


ও মানুষ জবাব কি দিবে তুমি কঠিন হাশরে,
তিলে তিলে হিসাব নিবেন আল্লাহ পরোয়ারে।
ভাল মন্দ পাপ পূণ্যে লিপিবদ্ধ আছে আমল,
স্বাক্ষী বিনা প্রকাশ পাইবে আসল আর নকল।
যার যেমন কর্মের ফল নিয়ে উঠবে সবজনা,
মাঠ সাজাইয়া করবেন বিচার দয়াল রাব্বানা।


বাহাত্তর কাতার করি দাড়াবে লোকের সারি,
ধনী গরীব আমীর ফকির করবে আহাজারি।
ইস্রাফিলের শিঙ্গা ফুঁকে কবর হতে উঠে মানুষ,
দেখিয়া হাশরের মাঠ হইবে সব অজ্ঞান বেহুশ।
ইয়া নাফসি ইয়া নাফসি ধ্বনি করিবে ক্রন্দন,
হাশরের দিনে কঠিন নিদানে কে হবে আপন।


সিংহাসনে নূর তাজেল্লা চারপায়ে ফেরেস্তা ধরা,
মাঝখানে বারামখানা আদি নূরে থাকবে ঘেরা।
রহিম রহমান আল্লাহ মহাবিচারক নিষ্ঠুর করা,
বিচার করিবেন তিনি তুলা দন্ড মান জারা জারা।
বিধান মেনে নামাজ রোজা আর হজ্জ যাকাত,
আমলনামায় থাকলে সেদিন তুমি পাবে নাজাত।