বিদায় বেলা
তোফায়েল আহমেদ টুটুল


বহুদিন পর আমার কাছে প্রাণ বন্ধু চিঠি দিছে
            যাব আমি বন্ধুয়ার মিলনে।
কাদিস না আর নয়ন জলে হাসি মুখে সবাই মিলে
           শেষ বিদায় দিবি খুশি মনে।।


আতর গোলাপ মেখে চন্দণ জানাস অভিনন্দণ
        পবিত্র পোশাক গায়েতে আমার,
আল্লাহ নবী বল হরিবল যার যা প্রিয় নামটি সম্বল
           আমাকে দিস সবাই উপহার।।


আদর সোহাগ চুম্বন দিয়ে পালকিতে দিস উঠিয়ে
           নিয়ে যেতে জগত স্বামীর ঘরে,
মোনাজাতে তুলিস দুইহাত ভালবাসিতে প্রাণনাথ
            আশ্রয় যেনো পাই তার অন্তরে।।


ভুল ত্রুটি সব করিস ক্ষমা অপরাধ থাকলে জমা
             দুঃখ কষ্ট যত আঘাতের ঋণ,
ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউতো নেই আপনজন
             একা একা যাব চলে সঙ্গীবিহীন।।


নামাজ রোজা পূজা অর্চণা বিশ্বাস ভক্তির উপার্জন
              আরাধনা উপাসনায় ছিল প্রার্থণা,
জানিনা অর্জিত সম্পদ অন্ধকারে কি ঘটায় বিপদ
               বন্ধুয়ার চরণ সেবায় পাব শান্তণা।।


সুখী যদি হইগো আমি বুকে পাইয়া জগতের স্বামী
              মানব জীবন ধন্য স্বার্থক সফল,
অনেক দিনের আশা এই অন্তরে যাব বন্ধুর বাসরে
               না পেলে বন্ধুর দেখা হইব বিফল।।