বিদায় লগ্ন
তোফায়েল আহমেদ টুটুল


বিদায় লগ্নে আমি ক্ষমা প্রার্থী সকলের তরে,
সুখে দুঃখে হাসি আনন্দে ছিলাম বছর জুড়ে।
অতীতের যাতনা যত ভুল ভ্রান্তি স্মৃতির পাতায়,
স্বরণ রেখ এই আমাকে তোমাদের জীবন খাতায়।


পিতা মাতা আত্মীয় স্বজন বিচ্ছেদে ঘটেছে মরণ
পুত্র কন্যা আদরের সন্তান সাদরে করেছি বরণ।
জন্ম মৃত্যু বিধির বিধান প্রকৃতির নিয়মাধীন,
এসেছি আমি নিত্য নতুন সংবাদ হয়ে প্রতিদিন।


জয় পরাজয় হিসাব কষে ব্যথা যত যাকনা মুছে,
ফিরবনা আর অধিকার নিয়ে কর্তব্য সকল পিছে।
এসেছে অন্তিম মুহুর্ত শেষবারের মত বিণীত আরজ,
নতুন বছরের স্বপ্ন আশাগুলো সাফল্য পাক রোজ।।