বিধির আয়োজন
তোফায়েল আহমেদ টুটুল


ভাল মন্দ ন্যায় অন্যায় করলে ব্যবদান,
সত্য মিথ্যা পাপ পূণ্য দিলে সংবিধান।
হালাল হারাম নির্ধারণ আইন প্রয়োগ করে,
জান্নাত জাহান্নাম সুখ শান্তি শাস্তি পরপারে।
সুবিশাল আয়োজন আমার জন্য ধরণীতে,
নাটাই হাতে ঘুড়ি উড়ালে নিখিল জগতে।
মাঝি হয়ে হাল ধরে মাঝ নদীতে ছেড়ে,
দাড় টেনে আমায় বলে তরী নিতে তীরে।


কত দুঃখ দিবে দয়াল জীবন দান করে,
আঘাতে ক্ষত বিক্ষত কেবল অনলে পুড়ে।
বেঁচে থাকার আশাতে দিলো সুখের স্বপন,
জ্বালা যন্ত্রণা বিধি কত করলো আয়োজন।
কোন অপরাধের সাজা লিখে ভাগ্য লিখন,
অবহেলা অনাদরে দুরে সরে থাকে এখন।
কোন কলমের কালিতে হল জীবন রচনা,
বেঁচে থাকতে নেই অবসান হতাশা যন্ত্রণা।


বিপদে আপদে দয়া মায়া হয়না বিধাতার,
জীবন দিয়ে আপন হাতে কেন অহংকার?
সৃষ্টি করে ইনসান ঘোষণা যদি শ্রেষ্ট দিলে,
অভাব অনটনে অশান্তি অন্তর কেবল জ্বলে।
দুশমনি জানিনা কিসের কেন করলে সৃজন?
সৃষ্টি সকল জানি তোমার কে পর কে আপন?
অনন্ত অসীম পরম করুণাময় রহিম রহমান,
শয়তানের ধোকাতে অসহায়ের কি অবদান।