বিধির প্রহসণ
তোফায়েল আহমেদ টুটুল


মহান আল্লাহ পরোয়ারে জগত সংসারে,
প্রহসণে এ কেমন অবিচার মানুষের উপরে,
যে ডাকে নতশিরে তাকেই তুমি রাখ দূরে,
যে কভু চিনতে নারে থাক শুধু তার দ্বারে।


প্রথম কাঁদে অনাবৃষ্টি আবাদি ফসল ক্ষেতে,
আবার তুমি ভাসিয়ে কাঁদাও বন্যার স্রোতে,
পানির মাঝেই জীবন বাঁচাও মৃত্যু পানিতে,
খরায় পুড়ে বাদল ঝরাও তৃষ্ণার্ত পিপাসাতে।


ধনীর কেবল ধন বৃদ্ধি ভিক্ষার শূণ্য ঝোলা,
সকালে আমির যেইজন ফকির সন্ধ্যাবেলা,
মিথ্যাবাদী ধরল টিপে সত্য ন্যায়ের গলা,
বুঝিনা এ কেমন গজব আজব প্রভুর লীলা।


জল ফল খাদ্য শস্য খোদার শ্রেষ্ট নিয়ামত,
ক্ষুধা তৃষ্ণা নিবারণে কত রহমতের বরকত,
সাগরে নিম্মচাপ ভুমিকম্প একি আলামত,
সুনামীর প্রলয় ধ্বংসে নাকি ঘটবে কেয়ামত?


নিষ্পাপের শাস্তির বিধান অপরাধীর সুনাম,
বাঁচার আর্তনাদ মানুষের কিসের পরিণাম,
আর্শিবাদ ও অভিশাপ কোনটা বিধির বাম।
তবে কি পাপের অনাচারে ভরে গেছে ধাম?