বিহনে বিরহী
তোফায়েল আহমেদ টুটুল


শুনি যেনো তার চরণধ্বনি হৃদয় আকাশে,
আমার পিয়াসী বাসনায় আকুল তিয়াসে।
চাতকের ন্যায় তৃষিত বর্ষণ যদি কভু আসে,
সুধার পিয়ালা হাতে পান করাতে ভালবেসে।
নিশীথ স্বপনে জোছনায় খুঁজি নির্জনে বসে,
অশ্রুতে কাঁদে আঁখি সেই ব্যথা অন্তরে পুষে।।


মম চিত্ত কাননে বসিয়া কুড়িয়ে পুষ্পাঞ্জলী,
জুঁই চামেলী গোলাপে আরতির শ্রদ্ধাঞ্জলী।
হাসনা হেনা বকুল ফুলের সুভাস নিতে অলি,
যামিনী যাপিয়া কামনী জবা মালতি তুলি।
বরণ মাল্য চরণে অর্পণে আর্শিবাদের ধূলি,
আপনার চেয়ে আপন ভাবি নিজেকে ভুলি।।


নয়ন দৃষ্টি রুপের পানে মনটা বাঁধি প্রাণে,
একাগ্র ভাবে থাকি সদা অন্তরের ধ্যানে।
শূণ্যে হেরি চারিদিকে নিসঃঙ্গ তুমি বিহনে,
বিরহে ছুটাছুটি করি একাকী রাত্রি দিনে।
বিশ্বাসে আরাধনায় ডাকি হৃদয় বৃন্দাবনে,
শান্তির পরশ দাও হে প্রিয় এসে সামনে।।