বিশ্বামাত্রি
তোফায়েল আহমেদ টুটুল


সবার উপরে মানুষ সত্য তাহার উপর জগতে কিছু নাই,
একই বৃন্তে ফোটেছে ফুল হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান সবাই।
মন্দিরে বসে পূজা অর্চণায় ভগবান বলে কাহারে যাই ডাকি,
রাম কৃষ্ণ ব্রহ্মা বিষ্ণু শিব নারায়ন মহাদেব স্রষ্টার আসনে নাকি।
মসজিদে গিয়ে সেজদায় লুটিয়ে ইয়া আল্লাহ রহমানুর রাহিম,
দুয়া মাঙ্গি মোনাজাতে মুহাম্মদের কালিমা বুঝিতে অক্ষম মহিম।
গির্জাতে উপাসনে ঈশ্বরের ধ্যানে আরাধনায় মগ্ন দিবা রাত্রি,
প্রাদ্রীর নিকট আছে কি সত্য জাত ধর্ম ভুলিবার বিশ্বামাত্রি।।


কোথায় লুকিয়ে সৃষ্টির মাঝে স্রষ্টা সর্বদা রয়েছে বিরাজমান,
তালাশ করিয়া খুঁজিতে তাঁহারে আপন করিল বিশ্ব জাহান।
কোন মোকামের সিংহাসনে বিশ্ববহ্মান্ডে স্রষ্টা পাতিল আসন,
মসজিদ কাবা মন্দির গির্জা মানব দেহে সাজানো প্রয়োজন।
শিরনি ভোগের আনন্দ আয়োজনে হরেক রকমের পণ্য দ্রব্য,
জানিস নাকি কেউ সত্যি মানুষ বলনা কি যে স্রষ্টার প্রিয় খাদ্য।
বিধান খোলে গেলি ভুলে মানবতা কোথায় অন্তরে বিবেক তোর,
সকল সৃষ্টির শ্রেষ্ট মর্যাদার উচ্চাসনে ঘোষণা কিন্তু মহান প্রভুর।।