বৈশাখে মুখোরিত
তোফায়েল আহমেদ টুটুল


এলোরে বৈশাখ বাজারে ঢাক ঢোল
চৈত্রের রাত্রি শেষে নতুন এক সকাল,
একতারা বাজে প্রাণে মিষ্টি মধুর সুরে
বাংলা নববর্ষ উত্তাল উৎসবে মাতাল।
গ্রাম গঞ্জ শহর নগর বন্দরে আজ
হাসি খুশি কোলাহলে মুখোরিত প্রাণ,
কৃষক শ্রমিক মাঝি রাখালিয়ার বাঁশি
একতারা দোতরা হাতে বাউলের গান।


উদিত সোনালী রবি পূর্বাকাশ রাঙ্গানো
হলুদ গাঁদার মাধবী কুঞ্জ কৃষ্ণচূঁড়া লাল,
সবুজ শ্যামল মাঠে নির্মল বিশুদ্ধ পবন
বাঙ্গালীর ঘরে সুখ শান্তি সমৃদ্ধি চিরকাল।
কাঁচা পেঁয়াজ মরিচ পান্তা ভাতে ইলিশ
বাঙ্গালীর ঐতিহ্য বটমূলে বসায় মেলা,
হালখাতা ক্রেতা বিক্রেতার দেনা পাওনা
খোলা মাঠে বিভিন্ন বিপনন নাগরদোলা।


ধূতি পাঞ্জাবী পড়া বাঙ্গালী পুরুষের সাজ
তাঁতের রঙিন শাড়ী অঙ্গে জড়ায়ে নারী,
আত্মীয় স্বজন মিলে মিশে অটুঁট বন্ধন
কুমারীর হাতে বাজে কাঁচের লাল চুড়ি।
সকল বাড়ির উঠানে এলো আজ বৈশাখ
সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দে দোলে প্রাণ,
নাচে গানে মুখোরিত পরিবেশ প্রতি ঘরে
শুভ নববর্ষের পহেলা বৈশাখ আবহমান।।