বোকা মানুষ
তোফায়েল আহমেদ টুটুল


ভবিষতের কথা ভেবে বর্তমান নষ্ট করে,
আবার অতীতের জন্য আফছোস করে।
কিন্ত বর্তমানকে উপযুক্ত মূল্য দেয় না,
তাই ভবিষত হাজির হয়ে করে প্রতারণা।।


অজান্তে ভুল করে আলেয়া ভাবে মরিচিকা,
পরে বুঝতে সক্ষমে অনুতাপে খায় ধোকা।
শক্তির দাপটে দেখায় ক্ষমতার জোর বেশী,
জীবনের বাজী ধরে হয় আপন সর্বনাশী।


সম্পদ অর্জন করতে গিয়ে স্বাস্থ্য হারায়,
স্বাস্থ্য ফিরে পেতে অর্জিত সম্পদ বিলায়।
স্বাস্থ্য সম্পদ হয়না আপন কাঁদে দিবা রাতে,
সুন্দর মানব জীবন দুঃখের অসুখী জগতে।


জীবন কাটায় এমনিভাবে যেনো সে অমর,
মরণের পর ধরণী রাখেনা জন্মের খবর।
পৃথিবীতে যাহা পাবার তাহা অনায়েসে পায়,
বোকা মানুষ যাহা চায় তাহা ভুল করে চায়।