বোকা নারী
তোফায়েল আহমেদ টুটুল


হায়রে বোকা নারী অস্থিত্ব বিসর্জনে,
স্বাধীণতার দাবীতে রয়ছে কোন সাধনে?
নিজেকে চায় সর্বদা পরাধীণতার শৃঙ্খলে বন্দি করে রাখতে,
কাহার সাধ্য আছে জ্ঞান বিচারে অবলা নারীকে সঠিক ভাবে বুঝাতে।


নারী অধিকার নয় বরং মর্যাদায় করেছে মহান স্রষ্ট্রা শ্রেষ্ট,
জগত সৃষ্টির শস্য ক্ষেত্র নারী আজ নিজেই পথভ্রষ্ট।
ফসল উৎপাদনে কৃষক যেমন রক্ষণাবেক্ষণের দায়িত্বে জমির,
পুরুষেরা আজন্মকাল দায়িত্ব নিয়ে পরিচর্যা করবে নারীর।


শ্রমের যোগানে নারী নয় কভু বরং শ্রমিকের কর্মস্থল,
কারখানা তুমি প্রতিষ্ঠান নারী মিছে কেন পরিশ্রমের ছল?
গ্রহীতা নয় কভু দয়ালু দাতা নারী স্রষ্টার নির্বাচন,
সন্তান প্রসবে সৃষ্টির বংশ বিস্তারে গর্ভধারণ।


প্রসব ব্যথায় কাতর নারী ভূমিষ্ট করে শিশু সন্তান,
লালন পালনে জীবন বাঁচাতে বুকের দুগ্ধ করালে পান।
মহীমা তোমার কৃপাতে নারী ধরণী সাজাতে সুন্দর করে,
মায়া মমতার স্নেহ আদর প্রেম ভালবাসা পরিপূর্ণ অন্তরে।


শ্রমিক নয় তুমি বরং ক্লান্ত শ্রমিকের নিরাপদ আশ্রয়স্থল,
শক্তি সাহস যোগাতে পুরুষের মাথার উপর শান্তির আঁচল।
স্বার্থন্বেষী পুরুষ মহল দায়িত্ব কর্তব্য অবহেলা করে,
অযোগ্য কাপুরুষগুলি নির্ভরশীল হতে চায় নারীর উপরে।


সন্তান পালনে পরিবার সাজাতে ঘরে বাইরে করতে উপার্জন,
পুরুষের সাথে সম অধিকারের দাবীতে আন্দোলনের কোন প্রহসন?
বুঝলে না বোকা নারী পুরুষের ছল প্রতারণার বিঁষাক্ত ছোঁবল,
সমাজ সভ্যতায় সতীত্ব হরণে আনন্দে বাজায় কলঙ্কের ঢোল।


বুঝতে যদি অবোধ নারী চাইতে পুরুষের নিকট কটোর নিরাপত্তা,
অনায়েসে বিচরণ ঘরে বাইরে সতী সাধ্ধীর চরিত্র গৌরবে উচ্চ মাথা।
শিক্ষিত নারী চাকরির লোভে সর্বনাশের পথে হায়েনার শিকাড়,
ভেবে দেখ নারী দিব্য জ্ঞানে কোথায় পাবে সম অধিকার?