শাওয়ালের চাঁদ আকাশে রমজানকে দিল বিদায়,
ঈদুল ফিতরের মোবারক আনন্দ নামিল ধরায়।
সবাই আজকে হাসি খুশি ধনী গরীব বিভেদ ভুলে মুখোরিত পরিবেশে।


ও মা আজকে কি ঈদের দিন? আমারে নতুন জামা পড়াবি না?
এক সন্তানের প্রশ্নে বিব্রত মা নির্বাক নয়নে তাকিয়ে বুকে টেনে নিল।


ও মা আজকে কি পোলাও কোরমা রানবি?
ফিরনি সেমাই খাওয়াবি না মা?
আরেক সন্তানের প্রশ্নে ছল ছল চোখের জল,
কি বলবে মা অসহায় নিরুত্তর চুমোয় চুমোয় ভরিয়ে দিল দুগাল।


আর্তনাদের আহাজারিতে কেঁদে উঠে অন্তর,
অবুঝ শিশুর এই দাবী অহেতুক নয়,
সন্তানের প্রশ্নের শমশের টুকরো টুকরো করে কাটতে লাগল কলিজা।
চাবুকাঘাতে ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে বুকের পাঁজর।


হায়রে অভাগী!
আজ মনে হচ্ছে সন্তান নয় পেটে ধরেছে যেনো দুঃখ কষ্টের এক বিঁষ বৃক্ষ।
সাজানো চিতার অনলে দহন জীবন্ত লাশ।
বারোমাসের স্বপ্নচোরা আশাগুলো নয়ন ভাসাল জোয়ারে অশ্রুতে প্লাবিত বুক।


হে মুসলিম জাতি ওরা কারা?
নিশ্চয় আমাদের প্রতিবেশী।
ইসলামে প্রতিবেশীর হক রয়েছে জান কি?
মুমিন মুসলমান দাবীতে আদায় করেছো কি প্রেতিবেশীর হক?


ঈদ মানে আমার ঈদ মানে তোমার,
ঈদ মানে ধনীর ঈদ মানে গরীবের,
এসো সকলেই এই ঈদের আনন্দ ভাগাভাগি করি আল্লাহ ও রাসুলের সন্তুষ্টি অর্জনে।