বৃথা স্বাধের মানব জীবন
তোফায়েল আহমেদ টুটুল


ওরে মানুষ!
তুই কি আপন ইচ্ছামতে?
হিন্দু মুসলমান বৌদ্ধু খৃষ্টান,
পিতার স্বীকৃত পরিচয়ে সন্তান,
সৃষ্টি হয়ে অস্থিতের কি সন্ধান?
নাকি স্রষ্টাকে করিতে অপমান?
জন্ম নিলি এই জগতে??


ওরে মূর্খ!
সৃষ্টির মাঝে শ্রেষ্ট ইনসান,
পড়েছিস বেদ বাইবেল খোলে,
দেখেছিস কি কুরআন মেলে?
কি আছে সকল বিধান মূলে?
দিক হারিয়ে ডুব দিলি মহাভুলে,
সৃষ্টি স্রষ্টার সম্পর্কের অবসান।।


ওরে অবুঝ!
কোন বিধানের অহংকারে?
হিংসা বিদ্বেষ কথায় কাজে,
বিশৃঙ্খলা সৃষ্টি জগত মাঝে,
আপন লীলায় রঙিন সাজে,
বৃথা কেন কাঁদিস তাঁরে খুজে?
মিছেমিছি ডাকিস কারে??


ওরে জ্ঞানী!
জ্বালিয়ে দে জ্ঞানের মশাল,
আপনা আপনি দে বিসর্জন,
সৃষ্টির কল্যাণ সাধন ভজন,
কেন হবি তবে ক্ষতির কারণ?
বিফল স্বাধের মানব জীবন,
ভেঙ্গে দে সব বন্ধির দেয়াল।।


ওরে সাধু!
মুণী ঋষীর তপস্যার ধন,
নিগুঢ় প্রেমের আপন ধ্যানে,
সকল মানুষ আত্মার বাঁধনে,
ইবাদত পূজা অর্চণা উপাসনে,
আল্লাহ ঈশ্বর প্রভু নিরাঞ্জণে,
সাক্ষাতে এসে দেয় দর্শণ।।