চোখের ভাষা
তোফায়েল আহমেদ টুটুল


ভিরু দুটি বাঁকা চোখে পলকহীন আমায়,
কাছে ডাক অবিরাম নিরব দৃষ্টির ইশারায়,
মনের অব্যক্ত কথাগুলো প্রকাশে মায়ায়,
নজর বন্দির আটক হলাম হৃদয় সীমায়।


জলে ফোটা পদ্ম যেন নয়ন সাগরে ভাসে,
কাজল কালো ভ্রমর আঁখি দুটি যেন হাসে,
আলোক রশ্মি ছড়িয়ে আঁধার ভূবনে এসে,
ঝলমলে মণি দুটি পূর্ণিমার চাঁদ আকাশে।


বিষাক্ত ধনুকের তীর ছুঁড়ে যেন দৃষ্টি রেখা,
ছলনার আঘাত পেতে ফিরে ফিরে দেখা,
ঘায়েল করে ললনা চলছে উড়িয়ে পাখা,
পথ ধরি অনুসরণে পিছু হাটি আনন্দ মাখা।


অনুরাগের পত্র লিখে স্বপ্ন সাজিয়ে চোখে,
অভিমানের অশ্রু জড়িয়ে হাসে অপলকে,
সুন্দর পবিত্র অপ্সরী আসিল স্বর্গ থেকে,
অজান্তে আপন প্রণয়ে বাঁধিল যেন বুকে।


নিষ্পাপ চাহনিতে কি আছে চোখের ভাষা?
নয়ন দৃষ্টিতে হেরি যবে অন্তরে জাগে নেশা,
এ কোন সুধার শরাব তৃষিত আঁখির ভাষা?
পান করে মিটিল জীবনের অনন্ত পিপাসা।।