পৃথিবীতে মানুষের নেই কোন কাজ
   আছে কিছু বাঁচার প্রয়োজন,
কি নিয়ে এসেছিলে ভবে দুহাত ভরে
   কিসের দাবীতে আন্দোলোন?


কার নিকটে অধিকারের প্রাপ্তি জমা
    সকল চাহিদার পূর্ণতা আশা,
আশ্রয় খুঁজে শান্তিতে দুইচোখ বুঝে
    কাকে করবে মিছে ভরসা।


আছে কি এমন ক্ষমতা শক্তির দাপট
     নিরাপত্তা দিয়ে দায়িত্ব রক্ষার,
জীবন যাপনে জরাজীর্ণ মানুষের প্রাণ
     করবে কি করে বিপদ উদ্ধার?


পাইতে পরিত্রাণ দুঃখ কষ্টের যন্ত্রণাতে
      কোথা পাবে মুক্তির সন্ধান,
বিচার জ্ঞানে সত্য ন্যায়ের কর্ম কান্ড
      মুশকিল যত সঠিক সমাধান।


অহেতুক দাবী পৃথিবীতে সকল কাজ
       ঝরে পড়ে জীবনের পাতা
মায়া মমতার বন্ধনে আবদ্ধ ব্যস্ততায়
       প্রেম প্রীতির দাবী বৃথা।।