ডায়েরীর শেষ পাতায়
তোফায়েল আহমেদ টুটুল


জীবন ডায়েরীর পাতায় লেখা শুরু,
অপূর্ব ছন্দ বাক্যে কাব্য রচনা পুরো।
সুন্দর উপস্থাপনায় পটভূমি সূচনার,
বিস্তারিত বর্ণনায় কি লিখব উপসংহার?


ডাইরীর শেষ পাতায় লিখা হবে যাহা,
জানিনা নিজেই আমি কি হবে তাহা।
মনের মাঝে কত না বলা কথার কলি
হৃদয় ক্যনভাসে ছবি আঁকে স্বপ্ন তুলি।


ব্যাকুলতা আঘাত হানে বিরহের ক্ষত,
বেদনার নীল দুইনয়নে ঝরছে অবিরত।
কল্পণার আবিরে প্রেমের হলি খেলায়,
জীবনের ফাগুন রঙিন বসন্ত পালায়।


বিদিশার অনামিশা হতাশার বালুচরে,
মরু ভূমিতে সাজানো স্বপ্নের খেলাঘরে।
আজব পৃথিবীর বুকে ছিলাম যাযাবর,
ডায়েরির শেষ পাতায় লিখব তাসের ঘর।।