দেহঘর
তোফায়েল আহমেদ টুটুল


আট কুটুরী নয় দরজা দিয়ে বেঁধেছে দেহঘর,
চৌদ্দতলা ফাউণ্ডেশনে গড়ে আজব কারিগর।
দুইশত ছয়টা কাঠে জোড়া দুই খুঁটিতে খাড়া,
মাটির দ্বারা আবৃত করে চারপাশে দিল বেড়া।
মালিক হল মন ব্যাপারী থাকে উদাস বেখবর,
অমূল্য ধন চুরি হয় সেই ঘরে প্রতিটি প্রহর।


তিন তলা মুল কুঠুরী কোন তলায় বাস কার?
কার উপরে কার রাজত্ব কে হয় পড়শী কার?
ছয় মহাজন দিবা নিশি মালিকানা করে দাবী,
আপন ঘরে করে ডাকাতি এ দেখি চোর সবি!
মাটির ঘরে রসের হাড়ি বাহাত্তর হাজার নারী,
কোন নারী করে আহার কোনজনা অনাহারী।


কলবে জ্ঞানের খনি নাই সেখানে দিন রজনী,
আত্মা নফসে সর্বময় জিকির শুনবি সে ধ্বনি।
জারি হয় রীতি নীতি খোদা এসে করে বসতি,
বান্দার প্রেমে হয়ে ফানা মাওলা ডাকে সাথী।
দেহ ঘরের খোলে তালা দেখবি রুপের খেলা,
জ্যোতিস্ময় এক ছবি বসাইছে রঙের মেলা।